শিরোনাম
সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি পুজেলার হাজরাখালীতে খোলপেটুয়া নদীর জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাধ ভেঙে তিন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার।

জানা যায়, সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৪ নম্বর পোল্ডারের কাছাকাছি হাজরাখালী নামক স্থানে ৬০-৬৫ ফুট এলাকাজুড়ে বাধ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর গ্রামের নিম্নাঞ্চল। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। গত শুক্রবার বাঁধটি ধসে গেলে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়। রবিবার দুপুরে পানির তোড়ে তা আবার ভেঙে যায়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর