সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালে সেবা না পেয়ে বাইরে সন্তান প্রসব

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সন্তান প্রসব করলেন এক নারী। এ সময়ও প্রসূতিকে সাহায্য করতে আসেনি হাসপাতালে কর্মরত কোন ডাক্তার-নার্স। ঘটনাটি ঘটে গতকাল ভোরে। স্থানীয়রা জানান, ফুলবাড়ীর পাশে পার্বতীপুর উপজেলার বাশপুকুর গ্রামের রিকশাচালক আবু তাহেরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় গতকাল শেষরাতে। ভোর ৫টার দিকে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্মরত নার্সরা প্রসব বেদনায় ছটফট করা নারীকে ভর্তি না করে বেসরকারি ক্লিনিকে নিতে বলেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে নামিয়ে দেন। তখন রোগীর প্রসব বেদনা আরও তীব্র হলে হাসপাতালের পাশের এক দোকানির স্ত্রী এগিয়ে আসেন। তার সহযোগিতায় খোলা আকাশের নিচেই কন্যা শিশুর জন্ম হয়। আবু তাহের বলেন, তার স্ত্রী যখন ব্যথায় ছটফট করছে তখন তিনি বারবার নার্সদের অনুরোধ করেও সেবা পাননি। ফুলবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, দায়ী নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর