মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ধরাছোঁয়ার বাইরে হোতা আসামি উদ্ধারকারীরা

গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

দাউদকান্দিতে পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীকে শালিসে প্রকাশ্যে নির্যাতনের হোতা ইউপি চেয়ারম্যান মনির হোসেন রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। উল্টো নির্যাতনের ভিডিও ধারণকারী ও নির্যাতিতাকে উদ্ধারকারীকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দাউদকান্দির বেকি সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় শালিস বৈঠকে উপস্থিত থাকা স্থানীয় বারপাড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেনের নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিদেশ থাকায় তার ভাশুর সাইফুল ইসলাম স্বপন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতো। সে রাজি না হওয়ায় দেখে নেওয়ার হুমকি দেয়। কবির হোসেনের এক ছেলে মাদ্রাসায় পড়ে। গত ৩১ জুলাই ছেলের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় পাঠায় পাশের গ্রামের নুরে আলমকে। নুরে আলম সন্ধ্যায় টিফিন ক্যারিয়ার ফেরত নিয়ে এলে স্বপন তাকে আটক করে। পরে নুরে আলমের সঙ্গে গৃহবধূর পরকীয়ার অপবাদ দিয়ে দুজনকে গাছে বেঁধে ইউপি চেয়ারম্যানের সামনে রাতভর নির্যাতন চালানো হয়। মামলার বাদী গৃহবধূর বোন বলেন, ‘চার নম্বর আসামি আলমগীর এই ঘটনার ভিডিও করেন। ভিডিও করায় এখন বিচার পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্যাতনের পর দুজনকে উদ্ধার করে ওমর ফারুক। তাকে করা হয়েছে পাঁচ নম্বর আসামি। আমরা তাদের নাম বলিনি। তারা নির্দোষ। তারা কিভাবে আসামি হলো বলতে পারবো না।’ জেলা প্রশাসক আবুল ফজর মীর বলেন, ‘শালিস বৈঠকে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দিয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মঙ্গলবার (আজ) প্রতিবেদন জমা দেবে।

সর্বশেষ খবর