মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ডেকে নেওয়ার পর নিখোঁজ

তিন দিন পর মিলল লাশ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জে ছিনতাইয়ের মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে একজন খুন হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সাতটি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের খবর— কুমিল্লা : চান্দিনা উপজেলায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ হকার জামাল হোসেনের (৩০) মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। চান্দিনা পৌরসভার হারং পশ্চিমপাড়া এলাকার মাঠ থেকে গতকাল তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। জামাল হারং গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি ঝাল মুড়ি বিক্রি করতেন। এদিকে কুমিল্লা সদরের কাচিয়াতলী এলাকার গোমতী নদীতে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পাওয়া গেছে। কিশোরগঞ্জ : ভৈরবে ছিনতাইয়ের মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গতকাল ছুরিকাঘাতে বাপ্পি নামে একজন নিহত হয়েছেন। বাপ্পী ভৈরব পৌরসভার আমলাপাড়ার মোবারকের ছেলে। এ সময় আহত হয়েছেন ছিনতাইয়ের কবলে পড়া চার শিক্ষার্থী। এদিকে পাকুন্দিয়ায় ছেলের লাঠির আঘাতে পিতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আবুল হোসেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বিল্লাল পলাতক। বরগুনা : পারিবারিক বিরোধের জেরে মারধর ও দুই চোখ উৎপাটন করা যুবক আল-আমিন মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় তাকে মারধর করা হয়েছিল। গাজীপুর : কাপাসিয়ায় প্রতিবেশির কিল-ঘুষিতে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শিউলী আক্তার লতা। তিনি কাপাসিয়ার ফুলবাড়ীয়া গ্রামের প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী। সাতক্ষীরা : শ্যামনগরে মাছের ঘের ব্যবসায়ী ছাত্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছাত্তার শ্যামনগর উপজেলার আবদুল ওয়াজেদের ছেলে। এছাড়া রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদী খেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘর থেকে রত্না নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর