মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘মুক্তিযুদ্ধের চেতনায় জনগণ ঐক্যবদ্ধ’

—হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, রাস্তা, কালভার্ট, ব্রিজসহ মানুষের যাতায়াত, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ সব সুবিধা ভোগ করছে জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনায় দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। মুক্তিযুদ্ধের চেতনায় জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি-জামায়াত ভোটে বিজয়ী হতে পারবে না— এ আশঙ্কায় কোটা ও নিরাপদ সড়কে আন্দোলনকারীদের উস্কিয়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তিনি দিনাজপুর সদর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে উল্লেখ করে বলেন, উপজেলার ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রামাঞ্চলের রাস্তা পাকাকরণ করা হয়েছে। কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উন্নত করা হয়েছে। গতকাল হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সর্বশেষ খবর