বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জলাবদ্ধতা ১১ বিলের ফসলি জমিতে

নিষ্কাশনের নালা বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে ১১টি বিলের পানি নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সব বিলের ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আগে যে জমিতে তিন ফসল হতো, এখন সেখানে এক ফসলও ফলাতে পারছে না কৃষক। জলাবদ্ধতা নিরসন করে নির্বিঘ্নে চাষাবাদের দাবিতে সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলনে নেমেছেন তারা। গোবিন্দপুর চৌরাস্তা মোড়ে গতকাল কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন। কৃষকরা দ্রুত এ অচলাবস্থা নিরসনের দাবি জানিয়েছেন। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মাসউদ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃষক আলাল মিয়া জানান, ২০০৮ সাল থেকে গোবিন্দপুর ইউনিয়নের তারা বিল, কামীনী বাবুর বিল, বলিয়ার বিল, হারুয়ার বিল, হিংড়া হুলির বিল, উত্তরের বিল, দক্ষিণের বিল, গোপাল নদীর নাল, কাট গরিয়া বিল, কোমার পাতা বিল ও জালু পুরির বিলের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিয়েছে কিছু লোক। নালা বন্ধ করে তারা মাছ চাষ, দোকান-বাড়িঘর নির্মাণ করেছে। ফলে কয়েকশ কৃষকের ফসলি জমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। অনেক কৃষক চাষাবাদ করতে না পেরে ঋণগ্রস্ত হয়ে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

সর্বশেষ খবর