বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তিস্তার ভাঙন রোধে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। গতকাল কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। 

অবরোধ ও সমাবেশে উপজেলার ভাঙনকবলিত আজম খাঁ, হয়বত খাঁ, চর গনাই, চর গদাই, চর বিশ্বনাথ, চর ঢুষমারা ও কালিহাট এলাকার ৪-৫ হাজার নারী পুরুষ অংশ নেয়।   এ সময় বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবছর বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান তিস্তায় বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর