বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘ক্লিনিক নয়, সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম স্বাস্থ্যসেবায় বিঘ্ন হলে কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে বলেন, কোনো প্রাইভেট ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রোগীদের অভিযোগ চিকিৎসকরা হাসপাতালে ভাল মতো দেখেন না। অথচ ক্লিনিক ও চেম্বারে গেলে একটি রোগীকে শান্তিমত দেখেন। এটা কোনো সেবা নয়। সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আসতে হবে। নচেৎ এ সেবায় আসার কোনো প্রয়োজন নেই।

গতকাল হুইপ ইকবালুর রহিম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সর্বশেষ খবর