বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গৃহহীনদের টিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুঃস্থ ও গৃহহীনদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে গতকাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি। উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পৌরমেয়র খলিলুর রহমান টিপু, ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ প্রমুখ। ঈদ উপলক্ষে হাওর এলাকার ৪৫টি পরিবারকে সরকারের পক্ষ এসব উপহার দেওয়া হয়।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জরিমানা

ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার তিনটি ছানা তৈরির কারখানাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল চরভেলামারী বাজার সংলগ্ন ও বালিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। —ময়মনসিংহ প্রতিনিধি

পশুবোঝাই ট্রাক ছিনতাই

বগুড়ার শাজাহানপুরে কোরবানির পশু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর গতকাল পুলিশ দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।  আটকরা হলেন, সাইফুল ইসলাম এবং আব্বাস আলী। শাজাহানপুর থানার ওসি জানান, প্রতারণার মাধ্যমে ট্রাক চালক ও হেলপার গরুসহ ট্রাক নিয়ে গেছে।’

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দত্তক নিতে প্রতিযোগিতা

কুমিল্লার দেবিদ্বারে কুড়িয়ে পাওয়া একটি ছেলে শিশুকে দত্তক নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভিড় করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনের পাশে বকুল তলায় একদিন বয়সী একটি ছেলে শিশুকে কুড়িয়ে পায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স সৈয়দা নার্গিস আক্তার। —কুমিল্লা প্রতিনিধি

নাব্য সংকটে ফেরি বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে  শুধুমাত্র অ্যাম্বুলেন্সসহ জরুরি হালকা যানবাহন নিয়ে ৪/৫ টি কেটাইপ ফেরি ও ছোট ফেরি চলাচল করছে। রো রো ও ডাম্ব ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

—মাদারীপুর প্রতিনিধি

বেতন দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে ঈদের ছুটির আগে বেতন ও বোনাস দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাসিও পিয়া ড্রেস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে কারখানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে।

—শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর