বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

একাডেমিক ভবনে তালা

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানো, ইয়ার ড্রপ প্রথা বাতিলসহ ৭ দফা দাবিতে ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। গতকাল দুপুর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। গত জুলাই মাসে লাগাতার পাঁচদিন তারা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি করে দিলে কমিটি ১৫ দিনের সময় নেয়। ১৫ দিন পার হলেও ওই কমিটি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রুস্তম আলী ফরাজী বলেন, ইতোমধ্যেই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আমাদের কমিটি কাজ করছেন। একটু সময় তো লাগবেই বলে তিনি দাবি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর