শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী রূপগঞ্জে দোয়া ও গণভোজ

বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। আলিমদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক , মেজর (অব.) মশিহুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

দেবিদ্ধারে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দেবিদ্ধার উপজেলার বড়কামতা ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির  সদস্য আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস সরকার।

—কুমিল্লা প্রতিনিধি

একসঙ্গে ৫ মনোনয়নপ্রত্যাশী

নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার ২১টি ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালি ভোজ, মিলাদ মাহফিলের আয়োজন করেন পাঁচ মনোনয়নপ্রত্যাশী ডা. আব্দুর রউফ সরদার, শিল্পপতি এএইচ আসলাম সানী, কাজী মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম খান বীরু, কর্নেল (অব.) আব্দুর রউফ (বীরবিক্রম)। তারা উপজেলার প্রত্যেক ইউনিয়ন ঘুরে এসব কর্মসূচি বাস্তবায়ন করেন। এর আগে সকালে মাধবদী পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক)। উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন প্রধান মানিক, আলী হোসেন শিশির প্রমুখ। —নরসিংদী প্রতিনিধি

ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ছাদ পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের কিম্যান নাসির উদ্দিন বলেন, বুধবার সকালে  রেললাইনের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।

—টাঙ্গাইল প্রতিনিধি

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর বিরুদ্ধে একাধিক মামলা, স্কুলে দফতরি-কাম নৈশপ্রহরী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত এবং একই স্কুলের অন্য শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। জানা গেছে— বগুড়া জেলা শিক্ষক সমিতির প্রায় পাঁচ শতাধিক শিক্ষক তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ প্রসঙ্গে জুলফিকার আলী জানান আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। যে সব অভিযোগ করা হয়েছে তা সঠিক না। — নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাল স্ট্যাম্পসহ আটক ৪

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া  এলাকার একটি বাসা থেকে  ৩ কোটি  ৮৮ লাখ ৫ হাজার ২০০ টাকার জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৩। জড়িত অভিযোগে বেলায়েত হোসেন, ওমর ফারুক, সুমন  ও খাদিজা  আক্তার নামে চারজনকে আটক করা হয়েছে। তাদের টঙ্গী থানায় সোপর্দ করার পাশাপাশি মামলা হয়েছে। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর