শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হবিগঞ্জে তিনজনসহ বিভিন্ন স্থানে নিহত ৬

প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জে তিনজনসহ বিভিন্ন স্থানে নিহত ৬

হবিগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরে সড়কে প্রাণ হারিয়েছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— হবিগঞ্জ : বাহুবলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী প্রবাস ফেরত নাছির উদ্দিনের মৃত্যু হয়েছে। এ সময় আহত তার ভাইসহ আরও পাঁচজন। আহতদের মধ্যে আবদুল্লাহ (৪০) নামে একজন গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের মোহনা কমিউনিটি সেন্টার এলাকায়। নিহত নাছির উদ্দিন (৪০) বাহুবলের চন্দনিয়া গ্রামের নছর উদ্দিনের ও আবদুল্লাহ (৪০) হরিতলা গ্রামের মুনছব উল্লার ছেলে। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে, গতকাল দুপুরে স্কুল ছুটির পর মহাসড়ক পারাপারের সময় ‘লণ্ডন এক্সপ্রেস’র একটি বাসচাপায় ঘটনাস্থলেই শিশু নিলীমার মৃত্যু হয়েছে। এ সময় জনতা মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে শত শত যান আটকা পড়ে। চট্টগ্রাম : সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় গতকাল গরু বহনকারী একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে মো. মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. মিয়া ফকিরহাট এলাকার আনিসুল হকের ছেলে। পঞ্চগড় : বোদা উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় রহমত আলী (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রহমত আলী উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার এবাদত আলীর ছেলে। দিনাজপুর : ফুলবাড়ীতে গতকাল পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকাআপের সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর