শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নতুন বাবা-মা পেল স্বাধীন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর হাসপাতালে জন্ম নেওয়া পিতৃহীন স্বাধীন পেয়েছে নতুন ঠিকানা। নিঃসন্তান মমিনুল ইসলাম ও মৌসুমী আক্তার দম্পতি স্বাধীনের দায়িত্ব নিয়েছে। জেলা প্রশাসক সুলতানা পারভীন গতকাল নবজাতককে ওই দম্পতির হাতে তুলে দেন। আর স্বাধীনের মা মানসিক ভারসাম্যহীন নাসিমার দায়িত্ব নেন মৌসুমীর বাবা রিকশাচালক সৈয়দ আলী। স্বাধীনকে নতুন বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার সময় ১০০ ডলারের একটি নোট তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন— ডা. এস এম আমিনুল ইসলাম, ডা. এটিএম আনোয়ারুল হক, দেবেন্দ্রনাথ ওরাঁও, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। মমিনুল ইসলাম ও মৌসুমী বলেন, বিয়ের দশ বছর হলো কিন্তু আমাদের সংসারে কোনো সন্তান নেই। মা-বাবা ডাক শোনার জন্য শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করি। সিভিল সার্জন জানান, গত ৮ আগস্ট সদর হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় পুত্রসন্তান জন্ম দেন মানসিক ভারসাম্যহীন নাসিমা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর