শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রভিডেন্ট ফান্ডের টাকায় শ্রমিকদের বেতন

নাটোর প্রতিনিধি

ঈদুল আজহা সামনে রেখে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে বেতন দিয়েছে নাটোর সুগার মিল কর্তৃপক্ষ। নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে গতকাল শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ২ কোটি ৪০ লাখ টাকা বেতন হিসেবে দেওয়া হয়। নাটোর সুগার মিলের ব্যবস্থাপক (প্রশাসন) শহীদুল্লাহ বলেন, ‘আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারায় শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করা হয়েছে। ফান্ড থেকে নেওয়া টাকা পরে জমা করে দেওয়া হবে।’ জানা যায়, বর্তমানে আর্থিক সংকটে রয়েছে নাটোর সুগার মিল।

এপ্রিল থেকে জুন পর্যন্ত চার মাস ধরে বেতন পান না শ্রমিক-কর্মচারীরা। বেতনের বদলে চিনি নিতে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের অনুরোধ করেছিল দুই মাস আগে। শর্ত ছিল চিনির দামের ৫ শতাংশ কমিশন দিতে হবে ক্রেতাকে। মিলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চার মাস বেতন নেননি শ্রমিক-কর্মচারীরা।

 

সর্বশেষ খবর