শিরোনাম
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালে সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই

দেখা দিয়েছে পানি সংকট বন্ধ রয়েছে অস্ত্রোপচার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর হাসপাতালে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। প্রচণ্ড গরমে হাশফাঁস করছেন তারা। আলো স্বল্পতার কারণে প্রায় বন্ধ রয়েছে অস্ত্রোপচার। বিদ্যুৎ না থাকায় পানিরও সংকট দেখা দিয়েছে। সেবা নিতে আসা রোগীরা হাসপাতালের দুরবস্থা দেখে ফিরে যাচ্ছে। হাসপাতালে চিকিসাধীন শেফালি খাতুনের স্বামী মহব্বত আলি জানান, তিন দিন আগে তিনি স্ত্রীকে সিজার করার জন্য এখানে ভর্তি করেন। কর্তৃপক্ষ বলে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ নেই। যে টুকু সময় পাওয়া যায় তা-ও লো ভোলটেজ। তোমার স্ত্রীকে সিজার করতে হলে জেনারেটরে তেল কিনে দিতে হবে। আমি তেল কিনে দিলে তারপর জেনারেটের চালিয়ে স্ত্রীর সিজার করে। আরেক রোগী জানান, সাত দিন আগে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর থেকেই এখানে বিদ্যুৎ-পানি নেই। কিছু বললে ডাক্তার ও নার্সরা চলে যেতে বলেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জানান, এক সপ্তাহ আগে সদর হাসপাতালের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। এ হাতপাতালের প্রয়োজন ১৫০ কেভি পাওয়ার ট্রান্সফরমার। বিদ্যুৎ অফিসে বার বার বলা হলেও তারা ৫০ কেভির বেশি ট্রান্সফরমার দিতে পারছে না। খুলনা স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরে ১৫০ কেভির ট্রান্সফরমার চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নতুন ট্রান্সফরমারটি পাওয়া গেলে হাসপাতালের দুরবস্থা লাঘব হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন জানান, ১৫০ কেভি ট্রান্সফরমারটি দু-এক দিনে মধ্যে পাওয়া যাবে। সেটি স্থাপন করা হলে অপারেশনসহ কার্যক্রম ভালভাবে পরিচালনা করা যাবে।

 

সর্বশেষ খবর