রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় খরমকুড়ি থেকে শাহবাজপুর পর্যন্ত দেড় কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহৃত পাথরে পিচ নেই বললেই চলে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। ফলে কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে সিংড়ার গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় খরমকুড়ি-শাহবাজপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান একে এন্টার প্রাইজ। নির্মাণ ব্যয় ধরা হয় এক কোটি দুই লাখ টাকা। সরেজমিনে গত শুক্রবার খরমকুড়ি গিয়ে দেখা যায়, ধুলা-ময়লার উপর কার্পেটিং কাজ করা হচ্ছে। অধিকাংশ স্থানে নেই ইটের সাইট ব্লক। ২৫ মিলি কার্পেটিংয়ের পরিবর্তে দেওয়া হচ্ছে ১৫-২০ মিলি। এলাকাবাসী জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় অনিয়ম-দুর্নীতি করছে। এলজিইডির কিছু প্রকৌশলীও এতে জড়িত রয়েছেন। কেউ অনিয়মের বিষয়ে বললে তাকে হুমকি-ধামকিও দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ, শুভন আহমেদসহ অনেকের অভিযোগ, কার্পেটিং উঠে গেলেও কারও কিছু বলার নেই। কথা বললেই সমস্যা। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদার মিলেমিশে সরকারি অর্থ লুটপাট করছে। আমরা বার বার উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাইনি। কাজ তদারককারী উপসহকারী প্রকৌশলী গোলাম হোসেন প্রতিবেদককে বলেন, ‘যা খুশি লিখেন। কোনো সমস্যা নেই। এখানে নিম্নমানের কোনো কাজ হয়নি। যারা অভিযোগ করেছে তাদের নামও লিখেন।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরুল ইসলাম বলেন, ‘আমার জানামতে কাজ সুন্দর হচ্ছে। তারপরও কোনো সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।’ উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, রাস্তা কার্পেটিংয়ে কোন অনিয়ম হলে পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।

 

সর্বশেষ খবর