রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২৬ গরু নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে গরুবোঝাই ট্রলার। এতে ২৬টি গরু নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন পাঁচ ব্যবসায়ী। ফতুল্লা লঞ্চঘাট এলাকায় গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লঞ্চ এমভি ধুলিয়া-১ ও এর চালককে আটক করেছে পুলিশ।

গরু ব্যবসায়ী টাঙ্গাইলের মনিরুল জানান, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে তারা নয়জন ট্রলারযোগে ফতুল্লা হাটের উদ্দেশে আসছিলেন। ফতুল্লা লঞ্চঘাটের সামনে মাঝনদীতে এমভি ধুলিয়া-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। তারা ৯ জন ও ৫টি গরু সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ২৬টি গরু। এ ঘটনায় আহত পাঁচজনকে খানপুর ৩০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত লঞ্চ ও এর চালককে আটক করা হয়েছে। ট্রলার এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর