সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কাদা-পানিতে একাকার পশুহাট

প্রতিদিন ডেস্ক

কাদা-পানিতে একাকার পশুহাট

কাদা-পানিতে একাকার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী পশুর হাট। সামান্য বৃষ্টিতেই এ হাটে পানি জমে যায়। আর বৃষ্টি শেষে কাদায় একাকার হয়ে যায় হাটের আশপাশ। কাদা-পানিতেই দাঁড়িয়ে কোরবানির পশু কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। প্রতিদিন এখানে লাখ লাখ টাকার পশু বিক্রি হলেও হাট সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এমন অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের।

বালিয়াডাঙ্গীর ইউএনও আব্দুল মান্নান বলেন, সমস্যা নিরসনে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে। কুমিল্লায় সড়কের উপর পশুর হাট, দুর্ভোগ : কুমিল্লা নগরীর নেউরায় সড়কের উপর পশুর হাট বসানো হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচল করা ১১টি গ্রামের বাসিন্দা ও ইপিজেডে কর্মরত কয়েক হাজার শ্রমিক। রবিবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ঢুলিপাড়া, রসুলপুর ও নেউরা গ্রাম মিলিয়ে সড়কের দুই পাশে পশুর হাট বসানো হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ পশুর হাটের অনেক স্থানে রাস্তাজুড়ে গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা। এদিকে বাজারের প্রবেশপথে সড়কে বাঁশ ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাট পরিচালনাকারীদের পক্ষ থেকে মাইকে বলা হয় বাজারের ভিতর দিয়ে যাওয়া সড়কে যেনো পরিবহন প্রবেশ করতে দেওয়া না হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া বলেন, বাজারটিতে সিটি করপোরেশনের অনুমোদন নেই। অন্য কারো থেকে লিজ নেওয়া হয়েছে কিনা তা জানি না। হাটের নিরাপত্তায় ড্রোন : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার ড্রোনের মাধ্যমে কঠোর নজরদারিতে রাখা হয়েছে পশুর হাটগুলো। বড় বড় হাটে পুলিশ সদস্যরা ড্রোনের মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করছেন। ফলে ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দে পশু কেনা-বেচা করছেন। পশু বিক্রেতা রমিজ উদ্দিন জানান, আগে হাটগুলোতে স্থানীয় মাস্তানরা চাঁদার জন্য চাপ দিতো। এ বছর পুলিশের বিশেষ তদারকি হিসাবে ড্রোন ব্যবহারের কারণে আমরা পশু বিক্রি করে নিরাপদে বাড়ি ফিরতে পারছি। নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, হাটগুলোতে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর