রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়

টাঙ্গাইল প্রতিনিধি

কোরবানির ঈদ শেষে নিজ নিজ কর্মস্থলের যাওয়া যাত্রীদের কাছ থেকে টাঙ্গাইল পরিবহন মালিক ও শ্রমিকরা ‘গলাকাটা’ ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নিরালা সুপার সার্ভিস, সোনিয়া ও সকাল-সন্ধ্যাসহ বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন। এ সময় তারা অভিযোগ করে বলেন, এবার ঈদের পর নিজ নিজ কর্মস্থলে ফেরত যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। অনেকটা বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়েই ঢাকায় যাচ্ছেন যাত্রীরা। আয়াত আলী নামের এক যাত্রী জানান, সকাল ১১টায় তিনি ঢাকা যাওয়ার জন্য নিরালা সুপার সার্ভিস কাউন্টারে এসেছেন। এখানে এসে দেখেন টিকিটের মূল আগের ১৬০ টাকার পরিবর্তে ঈদ উপলড়্গে ২৫০ টাকা। এ বিষয়ে কাউন্টারে জিজ্ঞেস করলে তারা তাকে বলেন এই দামে টিকিট নিলে নেন, না হলে না নেন। পরে তিনি বাধ্য হয়েই ২৫০ টাকায় টিকিট নিয়ে ঢাকায় যাচ্ছেন। জুয়েল তালুকদার নামের অপর এক যাত্রী ঢাকায় যাওয়ার টিকিটের জন্য অপেড়্গা করছেন সোনিয়া কাউন্টারে। সেখানে তার কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হয়েছে ৪০০ টাকা। অথচ ঈদের আগেও টিকিটের মূল্য ছিল আড়াইশ’ টাকা। তিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাই তিনি বাধ্য হয়েই ৪০০ টাকা দিয়ে টিকিট কিনেছেন। একই অবস্থা সকাল-সন্ধ্যা, ঝটিকা ও ধলেশ্বরী পরিবাহনে। তারাও সাধারণ যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায় করছে। এতে করে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তারা অভিযোগ করেন, সরকারের পড়্গ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারী ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরম্নল আমিন জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। যদি কেউ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে তাদের বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর