সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তীর সংরক্ষণ কাজ সম্পন্ন বাঙালি নদীর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় বাঙালি নদীর ভাঙনরোধে তিন কোটি ৯০ লাখ ৯৪ হাজার ব্যয়ে সিসি ব্লক নির্মাণের কাজ শেষ হয়েছে। সোনাতলা উপজেলার ১৮টি পয়েন্টে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রকল্প হাতে নেওয়া হলেও পোড়াপাইকর নামক স্থানে কাজ সম্পন্ন হল। স্থানীয়রা জানান, তীর সংরক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় নদীতীরের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় এমপি আব্দুল মান্নান জানান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সারা দেশের ন্যায় সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অচিরেই সোনাতলার আড়িয়ারঘাট থেকে সারিয়াকান্দি পর্যন্ত আরও ১৭টি পয়েন্টে কাজ শুরু হবে। সোনাতলা ও সারিয়াকান্দি বাঙালি নদীর ভাঙন থেকে রক্ষা পাবে।

সর্বশেষ খবর