সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সড়ক ভেঙে চলাচল বিঘ্ন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে গত শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গোল্লারপাড় এলাকায় সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। ফলে নালিতাবাড়ী থেকে গাজিরখামার হয়ে শেরপুর জেলার সঙ্গে তিন দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাড়ি চলাচল না করায় এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, প্রবল বর্ষণ ও উজান থেকে আসা ঢলে চেল্লাখালী নদীতে পানি বৃদ্ধি পায়। পানির চাপে গত শুক্রবার উপজেলার গোল্লারপাড় এলাকায় সেতুর ২৫-৩০ ফুট সংযোগ সড়ক ভেঙে যায়।

সরেজমিনে দেখা গেছে, সেতুর ওপর থেকে বাঁশ দিয়ে সরম্ন সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো দিয়ে পথচারিরা বাধ্য হয়ে কেনো রকম চলাচল করছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুলস্নাহ আল মামুন বলেন, আপাদত শুধু মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপড়্গের অনুমতিসাপেড়্গে সংযোগ সড়কের কাজ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর