শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভিখারিণীর চোখ উৎপাটনের চেষ্টা : গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভিখারিণীর চোখ উৎপাটনের চেষ্টা : গ্রেফতার ১

বরিশালের গৌরনদীতে ছেলে ধরা সন্দেহে আমিরুন্নেছা (৬৫) নামে এক বৃদ্ধা ভিখারিণীকে মারধর করে চোখ উৎপাটন চেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে ভিখারিনীর স্বামী মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদি এলাকার হাকিম তালুকদার বাদী হয়ে গৌরনদী থানায় এই মামলা দায়ের করেন। পরে ওই রাতেই প্রধান আসামি আবুল কাশেম সরদারকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিচারক আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিখারিণী গত মঙ্গলবার গৌরনদীর ভুরঘাটা গ্রামে ভিক্ষা করতে যান। এ সময় কাশেম সরদারের শিশু কন্যা তাজমিম (২) পরিবারের সদস্যদের অজান্তে ভিখারিণীর পেছনে পেছনে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য কামাল ফকিরের বাড়ি পর্যন্ত যায়। কিছুক্ষণ পর শিশুর মা ঝুমুর বেগমসহ স্বজনরা শিশু তাজমিমকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। কামাল ফকিরের বাড়িতে গিয়ে শিশুর স্বজনরা ওই ভিখারিনীর পাশে শিশুকন্যা তাজমিমকে বসা দেখতে পান। তখন ছেলে ধরা সন্দেহে শিশুর স্বজনসহ প্রতিবেশীরা আমিরুন্নেছাকে বেদম মারপিট করে বাড়ির পাশের রাস্তায় নিয়ে তার ডান চোখ উৎপাটনের চেষ্টা করে। গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর