শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

টঙ্গীতে বিএনপি কার্যালয়ে তালা

গাজীপুর মহানগর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা  মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে তারা চেরাগআলী দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন। সভায় ১০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে উত্তেজিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। —টঙ্গী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে অটো ভ্যানের চার্জার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ইব্রাহিম নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।

—সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আলুর বস্তায় ফেনসিডিল

বগুড়া থেকে ঢাকায় নিয়ে যাওয়া আলুর বস্তা থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শিবগঞ্জে মোকামতলা বন্দর এলাকায় পুলিশ আলু বহনকারী একটি পিক-আপ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করে। এ সময় চালক রানা ও সহকারী তৌহিদকে আটক করে পুলিশ। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৯ দালাল আটক

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে গতকাল ৯ দালালকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় দেন।—ফরিদপুর প্রতিনিধি

বেলকুচিতে ১৪৪ ধারা

বেলকুচিতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান এ আদেশ দেন। দলীয় সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ঈদ পরবর্তী শুভেচ্ছার জন্য দলীয় কার্যালয়ে ৩০ আগস্ট বিকালে পুনর্মিলনী সভা আহ্বান করেন। একই সময়ে একই স্থানে আবদুল মজিদ মণ্ডল এমপির সমর্থক কতিপয় যুবলীগ নেতা সভার আহ্বান করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। —সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর