শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কান্তজীউ বিগ্রহ নৌবহর রাজবাড়ীর মন্দিরে

দিনাজপুর প্রতিনিধি

কান্তজীউ বিগ্রহ নৌবহর রাজবাড়ীর মন্দিরে

কান্তজীউ বিগ্রহে পুণ্যার্থীর ঢল —বাংলাদেশ প্রতিদিন

রাজ পরিবারের প্রথা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নদীপথে পুলিশি প্রহরায় শুক্রবার সকালে কান্তনগর মন্দির থেকে যাত্রা করে রাতে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে এসেছে। শুক্রবার ভোর থেকে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠে কান্তজীউ মন্দির প্রাঙ্গণ। নৌকার বহর নিয়ে কান্তজীউ বিগ্রহটি কান্তনগর ঘাট থেকে ঢেপা নদী হয়ে সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের উদ্দেশে রওয়ানা হয়। এ সময় নদীর দুই পাশে বিভিন্ন ঘাটে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ফল-ফলাদি নিয়ে অবস্থান নেয়। তারা এসব ফল-ফলাদি কান্তজীউ বিগ্রহকে উৎসর্গ করে। এ সময় দিনাজপুর যাওয়ার পথে বিভিন্ন ঘাটে ঘাটে ভক্তদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায়, ২০ কিলোমিটার নদীপথে পাড়ি দিয়ে কান্তজীউ বিগ্রহের নৌবহরটি শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের কাঞ্চন সাধুরঘাটে এসে পৌঁছলে সেখানে পূজা-অর্চনা করা হয়। পরে পদব্রজে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে নিয়ে আসা হয়।

 সাধুর ঘাটে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ’র আগমনকে অভ্যর্থনা জানায় জেলা প্রশাসনের কর্মকর্তারা।  উল্লেখ্য, প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই পূজা প্রতিবছর আয়োজন করা হয় পুনর্ভবা নদীর কান্তনগর ঘাটে।

সর্বশেষ খবর