Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ আগস্ট, ২০১৮ ২৩:৩৩
যমুনার নৌ-ঘাট সড়কে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
যমুনার নৌ-ঘাট সড়কে দুর্ভোগ
ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ নতুন বাঁধ থেকে সহড়াবাড়ী নৌঘাট পর্যন্ত সড়ক —বাংলাদেশ প্রতিদিন
bd-pratidin

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে সহড়াবাড়ী নৌ-ঘাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী নৌ-ঘাট থেকে ১০টি রুটে নৌকা চলাচল করে। জেলা পরিষদ নৌ-ঘাট ইজারা দেয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ঘাট থেকে নৌকায় যাওয়া-আসা করেন। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য নেওয়া হয় এই ঘাট দিয়ে। তাছাড়া ধুনট সদর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ যমুনা নদীর তীরে বেড়াতে আসেন এই ঘাটে। যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ নতুন বাঁধ থেকে ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সড়ক মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন।

এই পাতার আরো খবর
up-arrow