শিরোনাম
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাস-অটোরিকশা সংঘর্ষে গেল চার প্রাণ

তিন জেলায় নিহত আরও ৩

প্রতিদিন ডেস্ক

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ, গাজীপুর ও দিনাজপুরে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর— নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া ও কিশোরগঞ্জের আঠারবাড়ি সড়কের মাসকা কাঠালতলা এলাকায় বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত রয়েছেন আরও তিনজন। ময়মনসিংহ থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামক বাসের সঙ্গে গতকাল দুপুরে আঠারবাড়িমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোচালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহত চালকের নাম জামাল উদ্দিন। তিনি কেন্দুয়া উপজেলার বাসিন্দা। অপর তিনজনের পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ : কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের নীচে চাপা পড়ে আবু সাইদ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে তিনজনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামের আনার হকের ছেলে। গাজীপুর : সিটি করপোরেসনের তারগাছ এলাকায় গতকাল রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত স্বপন জামালপুরের বকশীগঞ্জ থানার আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় বিকল্প কেমিক্যাল কারখানায় চাকরি করতেন। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করেন।

দিনাজপুর : হিলিতে ট্রাকের ধাক্কায় ফেরেজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাকিমপুর-জয়পুরহাট সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ফেরেজা হিলির চুড়িপট্টি এলাকায় বসবাস করতেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর