রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের ৭৩ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়া, কুমিল্লা ও দিনাজপুর থেকে বিএনপি-জামায়াতের ৭৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতিনিধিদের খবর— কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চলে। অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, আটকরা নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, আবারও প্রমাণ হলো— এই সরকার গণতন্ত্রবিরোধী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। যাতে কেউ মাঠে নামার সাহস না পায়। কুমিল্লা : নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর খাঁ বাড়ি এলাকা থেকে গতকাল তাদের আটক করে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, অভিযুক্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করতে এলে তাদের আটক করা হয়। দিনাজপুর : জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা নায়েবে আমীর একরামুল হককে গতকাল আটক করেছে পুলিশ।

 চিরিরবন্দর থানার ওসি জানান, নাশকতা পরিকল্পনার সময় তাকে আটক করা হয়। তার নামে নাশকতার আটটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর