রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টমেটো সসে শুধু কেমিক্যাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনবিহীন ও ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে একটি কারখানার মালিকসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দুপুরে কুতুবআইল এলাকায় এসএস এগ্রো ফুড প্রোডাক্টস নামক কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানায় দারুচিনি নামক ব্র্যান্ডে বিপুল পরিমাণ টমেটো সস, সয়া সস, সিরকা, আমের আচার, সরিষার তেল, বেকিং সোডা, ড্রামভর্তি কাঁচা আমের ফালি ও বিট লবণের ড্রাম পাওয়া যায়। জব্দ করা ৮টি ড্রাম ভর্তি টমেটো সসে টমেটোর কোন অস্তিত্ব পাওয়া যায়নি। নানারকম রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ঘটিয়ে এই খাবার পণ্যগুলো দীর্ঘদিন ধরে বাজারজাত করা হচ্ছিণ।

সর্বশেষ খবর