সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিলারের প্রতারণার শিকার কৃষক

বরগুনা প্রতিনিধি

উপকূলীয় জেলা বরগুনার তালতলী ও পটুয়াখালীর কুয়াকাটায় বীজ ধানের কৃত্রিম সঙ্কট তৈরি করে ভেজাল ও স্থানীয় বীজ সরবরাহ করে বরগুনা ও পটুয়াখালী দুই জেলার প্রায় সহস্রাধিক কৃষকের সর্বনাশ করার ঘটনায় অভিযুক্ত ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আবুল হোসেনের বিএডিসির লাইসেন্স বাতিল করা হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশে প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে প্রণোদনা হিসাবে আমন বীজ ব্রি-৪৯ বিতরণ করা হয়। গত শনি ও সোমবার তালতলী উপজেলা পরিষদ চত্বরে ২৪০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক শাহিনুর আজম খান, বিএডিসির উপ পরিচালক (পটুয়াখালী) আসাদুজ্জামান, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম। ঘটনার পর থেকে প্রতারক আবুল হোসেন পলাতক রয়েছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম জানান, প্রতারণার শিকার কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক মাঠপর্যায়ে কৃষকের খোঁজ খবর রাখছি।

সর্বশেষ খবর