সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গেল গোসল করতে ফিরল লাশ হয়ে

পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হল— আশুলিয়ার কাইছাবাড়ির এলাকায় সিরাজুল খন্দকারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহাগ ও কাইছাবাড়ি এলাকায় ইকবাল হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাসুদ হোসেন। গতকাল দুপুরে জেলেরা জাল ফেলে সোহাগের এবং দমকল বাহিনীর ডুবুরিরা মাসুদের লাশ উদ্ধার করে।

জানা যায়, গতকাল স্কুল বন্ধ থাকায় আট শিক্ষার্থী ডগরতলি এলাকায় বংশী নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে স্রোতে ভেসে যায় সোহাগ ও মাসুদ। খবর জানাজানি হলে জেলেরা জাল ফেলে দুই শিক্ষার্থীকে খুঁজতে শুরু করেন। পরে অভিযানে নামে দমকল বাহিনীর ডুবুরি সদস্যরা। লাশ উদ্ধারের পর স্বজনদের আহজারিতে বাতাস ভারী হয়ে উঠে। প্রত্যক্ষদর্শী জিল্লুর হোসেন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আটজন শিশু-কিশোর বংশী নদীর শাখা ডগরতলী খালে গোসল করতে নামে। এ সময় দুজন স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। অন্যদিকে শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার আবুল কালামের ছেলে চয়ন (১৬) স্থানীয় বিলে বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে যান। রাতে ফেরার পথে লগি দিয়ে নৌকা চালানোর সময় উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ছিটকে পানিতে পড়ে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সর্বশেষ খবর