সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘আলেম-ওলামাদের সংসদে যেতে হবে’

শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেছেন, একটি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদ থেকে দেশের জন্য আইন তৈরি হয়। সংসদে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরা ও ইসলামবিরোধী কোনো আইন যাতে না করতে পারে সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হক্কানী আলেম-ওলামাদের জাতীয় সংসদে যেতে হবে। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ওলামায়ে কেরামদের আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান। সংগঠনের জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা সফিউল্লাহ খান, ইদ্রিস আলী কাশেমী, মাওলানা ফারুকুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইব্রাহিম খলীল, মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।

সর্বশেষ খবর