মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাটোরে সড়কে ১৫ প্রাণহানির তদন্ত প্রতিবেদন জমা

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে গতকাল তদন্ত রিপোর্ট জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান। আট পৃষ্ঠার এই রিপোর্টে লেগুনা চালকের বেপোয়ারা গতি দুর্ঘটনার প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে ১২টি সুপারিশ তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে লেগুনা-বাস সংঘর্ষে ১৫ জন নিহত হন। নাটোর জেলা প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে।

সর্বশেষ খবর