মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাল চুক্তিনামায় দখল ব্যবসা প্রতিষ্ঠান

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে জাল চুক্তিনামা তৈরি করে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ পাওয়া গেছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ী নূরুল হক এ অভিযোগ করেন। তিনি উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের বরজু মিয়ার ছেলে। নূরুল হক জানান, সাচনাবাজারে একটি ঘর ভাড়া নিয়ে সাত বছর ধরে তিনি মুদি ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি একটি মহলের ছত্রছায়ায় মালিকপক্ষের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির জাল চুক্তিপত্র বানিয়ে দোকান দখল করে নেয়। তখন দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। এর প্রতিকার চেয়ে উল্টো প্রভাবশালীদের করা একটি চুরির মামলায় তাকে দুই দিন জেল খাটতে হয়েছে।

 তিনি জানান, জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামের তৈয়ব আলীর কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছিলেন তিনি। দুই বছর আগে তৈয়ব আলীর মৃত্যুর পর ভাড়া আদায় করছেন তার নাবালক ছেলে আনোয়ার। সম্প্রতি স্থানীয় নূরু মিয়া আনোয়ারকে প্ররোচিত করে গত আগস্ট মাসে দোকানের মালামাল বিক্রি করে দেওয়ার একটি জাল চুক্তিপত্র তৈরি করেন। এরপর ১৫ আগস্ট নূরুল হকের অনুপস্থিতিতে তার ছোট ভাই আব্দুস শহীদকে বের করে দিয়ে দোকানঘরে তালা ঝুলিয়ে দেন।

সর্বশেষ খবর