Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০১:৫২
অবহেলায় শিশুর মৃত্যু
ছয় চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ছয় চিকিৎসক এবং এক নার্সের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক অভিভাবক। গতকাল বরিশালের উজিরপুর উপজেলার জনৈক আল-আমিন বাদী হয়ে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত ঘটনা তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন। মামলায় বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. অসীম কুমার সাহাকে প্রধান আসামী করা হয়। এছাড়া অন্য আসামিরা হলেন ওই বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইন্টার্নি চিকিৎসক, ডায়েরিয়া বিভাগের নার্স, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার।

এই পাতার আরো খবর
up-arrow