শিরোনাম
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১০৩৫ নেতাকর্মীর নামে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

তিন জেলায় বিএনপির এক হাজার ৩৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। নাশকতার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে তিন দিনে পাঁচটি মামলা করেছে পুলিশ। এ সব মামলায় ১৭৯ জনের নাম উল্লেখসহ প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ অবস্থায় জেলা পুলিশ সুপারের অপসারণ দাবি জানিয়েছে বিএনপি। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানান ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

নওগাঁয় আসামি চার শতাধিক : নওগাঁ প্রতিনিধি জানান, সরকারি কাজে বাধাদানের অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আত্রাই থানার এসআই সুতসোম সরকার গত শনিবার এ মামলা করেন। আত্রাই থানার ওসি গতকাল মামলার বিষয়ে সাংবাদিকদের জানান। তবে এ মামলায় গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ ীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আবু সাদাত সায়েম, ইমন মিয়াসহ নামীয় ৩৫ জন ও অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর