বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১২ দিন পর মাকে পেল সেই নবজাতক

কুমিল্লা প্রতিনিধি

১২ দিন পর মায়ের দেখা পেল সেই নবজাতক। শিশুটির মাকে বুধবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা যায়, ছাব্বিশ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়া অপরিপক্ব সন্তানকে গত ১৮ আগস্ট কুমিল্লা ঝাউতলায় মা ও শিশু হাসপাতালে ভর্তি করে এক দম্পতি। ২৪ আগস্ট সন্তান ফেলে পালিয়ে যান শাহ আলম ও রোকেয়া দম্পতি। এ খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বাবা-মায়ের সন্ধানে নামে পুলিশ। খুঁজে বের করা হয় তাদের ঠিকানা। শাহ আলমের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। এদিকে নবজাতকের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন কুমিল্লার ডিসি আবুল ফজল মীর, এসপি সৈয়দ নুরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। সন্তান রেখে কেন চলে গেলেন? এমন প্রশ্নের জবাবে রোকেয়া বলেন, ‘আমার স্বামী দিনমজুর। এর আগে আমাদের আরও দুটি সন্তান হলেও একটিও বাঁচেনি। এবার তৃতীয় সন্তানটিও সাত মাসে জন্ম নেয়। সন্তানকে বাঁচানোর জন্য এই হাসপাতালে ভর্তি করি। কিন্তু ছয় দিনে এক লাখ টাকার মতো বিল হয়েছে শুনে চিন্তায় আমরা পালানোর সিদ্ধান্ত নেই।

সর্বশেষ খবর