বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সন্তান নিয়ে দুশ্চিন্তায় জেলে পাড়ার অভিভাবকরা

মাদকসেবীদের উৎপাত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার গোপাই জেলে পাড়ায় বেড়েছে মাদক ব্যবসায়ী-সেবীদের উত্পাত। ফলে সন্তান নিয়ে বিশেষ করে উঠতি বয়সী মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় অভিভাবকরা। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামীমের অফিসে এসে গত শনিবার রাতে অর্ধশতাধিক অভিভাবক এমন অভিযোগ করেন। স্থানীয় আবুল হাসেম, জাহানারা, বিবি কুলসুম, হোরন, লাইলী, সোলেমানসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে কিছু বখাটে যুবক প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে রাতের বেলা জেলে পাড়ার বিভিন্ন ঘরে ঢুকে তাদের মেয়েদের হয়রানি করছে। মাদকাসক্তদের ঘরে ঢুকতে না দিলে তাদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। এলাকাবাসী বলেন, জেলে পাড়ায় আসা গৃহশিক্ষকদের মাদকসেবীরা উদ্দেশ্যমূলকভাবে অপমান করে। ফলে কোনো শিক্ষক সন্তানদের প্রাইভেট পড়াতে রাজি হন না। এছাড়া এলাকায় অতিথি আসলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। ভুক্তভোগীরা বলেন, জেলে পাড়ায় দুই শতাধিক পরিবারের বাস। মাদকসেবীদের উত্পাতে মাদকের আস্তানা হিসেবে পরিচিতি পেয়েছে জেলে পাড়া। এ কারণে বিবাহ উপযুক্ত মেয়েদের ভালো পাত্রের কাছে বিয়ে দেওয়া যাচ্ছে না। পৌর কাউন্সিলর জাহিদুর রহমান শামীম বলেন, অচিরেই মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর