বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভাঙনে ছোট হচ্ছে ঢালচর

চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন-সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে ঢালচরের মানচিত্র। গৃহহীন হয়ে পড়েছে কয়েক শ পরিবার। জানা যায়, মেঘনা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী বেষ্টিত জনপদ ঢালচর। ৩১ বর্গমাইল এলাকায় ১৯ হাজার মানুষের বাস। এখান থেকে প্রাতি মৌসুমে ২-৩ হাজার টন চিংড়ি, কাঁকড়া ও শত শত টন রুপালি ইলিশ রপ্তানি করা হয়। দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র তারুয়া দ্বীপের অবস্থানও এ এলাকায়। ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, তার ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, পুলিশ তদন্ত কেন্দ্র, ইউপি অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা রয়েছে। অথচ নদীভাঙন রোধ না করায় ইউনিয়নটিই এখন হারিয়ে যাওয়ার পথে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, ‘মেঘনার বেতুয়ালঞ্চ ঘাট, মনপুরা ও তেঁতুলিয়া নদীর ঘোষেরহাট শহররক্ষা বাঁধ প্রকল্পের আওতায় ঢালচরকেও ভাঙন থেকে রক্ষার জন্য বরাদ্দের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর