Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৯

তিন জেলায় চার লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় চার লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট, বিশ্বনাথ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ময়মনসিংহের ফুলপুর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। বাকিরা অজ্ঞাতনামা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিলেট : গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ভাসমান অবস্থায় গতকাল সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি জানান, মরদেহটি বয়স্ক মানুষের। উজান থেকে লাশটি ভেসে এসেছে বলে আমাদের ধারণা। লাশ ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এদিকে সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের হাত-পা ও মুখমণ্ডলে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার বাউতলা গ্রামে নিজ ঘর থেকে মঙ্গলবার দিবাগত রাতে জহির মিয়া (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জহির ওই এলাকার বশির মিয়ার ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ইসমাইল হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ উপজেলার পাগলা গ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।

 


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর