Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৯
রোহিঙ্গা ক্যাম্পে আগুন ১৪ ঘর পুড়ে ছাই
কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে আগুন ১৪ ঘর পুড়ে ছাই
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে যাওয়া ঘর —বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিল্ডার বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, আগুনে ১৪টি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এ ক্যাম্পের প্রতিটি ঘরে দুটি করে পরিবার রয়েছে। এতে বসবাসরত ২৮টি পরিবারের পরিধেয় বস্ত্র ও ত্রাণের খাদ্যদ্রব্য পুড়ে গেছে।

 

এই পাতার আরো খবর
up-arrow