Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০২
পাঁচ ‘জেএমবি’ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে ‘জেএমবির’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের গতকাল পাঠানো হয়েছে আদালতে। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালায়। পুলিশের দাবি, গ্রেফতাররা রাজশাহী ও রংপুর বিভাগের পুরাতন জেএমবির সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি ছোরা ও এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

 

এই পাতার আরো খবর
up-arrow