শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন

প্রতিদিন ডেস্ক

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানে সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে গতকাল। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যালি, আলোচনা সভা। বক্তারা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়া : শহরের সাতমাথায় র‌্যালির উদ্বোধন করেন সদর আসনের এমপি বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ করছে। দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধ করে সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গা : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা। লক্ষ্মীপুর : জেলার কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত বিদ্যুৎ মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। গোপালগঞ্জ : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা নিজ বাড়ি-প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় করার জন্য সবার প্রতি আহ্বান জানান। নাটোর : লালপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ উপলক্ষে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর