শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাদারীপুরে খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছে ২০ জন। আহত ছাত্র ও শিক্ষক সুত্রে জানা গেছে, বুধবার বিকালে কালকিনি পাইলট সু্কলে ডাসার সৈয়দ আতাহার আলী সু্কল এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী স্কুলের ছাত্রদের বর্ষাকালীন ফুটবল খেলা চলছিল। এ সময় কয়েক যুবক কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর গোলপোস্টের নেট টেনে ধরে রাখে। খেলা শেষে ডাসারের উদ্দেশে পাঁচটি ইজিবাইকে ছাত্র ও শিক্ষকরা রওয়ানা হলে পথিমধ্যে সৈয়দ আতাহার আলী সু্কলের ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা করা হয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে শিক্ষকসহ ২০ জন আহত হন। তাদের ডাসার সেবা ক্লিনিক ও কালকিনি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন ডাসার সৈয়দ আতাহার আলী একাডেমীর ছাত্র শাহাদাৎ হোসেন, আশিক, কাওসার, অমিত, দেলোয়ার, আলআমিন, ওবায়দুল, অলিউর, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অনীল বৈদ্য, শিবশঙ্কর ভক্ত এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ছাত্র নিলয়, সান্টু, নাদিম, সাব্বির, গিয়াস, তাছির, মেহেরব হোসেন। বুধবার রাতে ছাত্ররা বিচারের দাবিতে ডাসার সড়ক অবরোধ করে। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এর মধ্যে সৈয়দ আতাহার আলী একাডেমীর ছাত্র শাহাদাতকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।  ডাসার সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষা সৈয়দা মমতাজ বেগম বলেন আমাদের ছাত্রদের ওপর হামলার বিচার চাই। কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বলেন, আমাদের ছাত্ররা হামলার সঙ্গে জড়িত নয়।

সর্বশেষ খবর