শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিদ্যুতের ভুতুড়ে বিল

গ্রাহকদের তোপের মুখে মিটার রিডার

নাটোর প্রতিনিধি

নাটোর পলীবিদ্যুৎ সমিতি-১ এর ভুতুড়ে বিলে বিক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে পড়েন মিটাররিডার। পরে কর্তৃপক্ষ সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে বিলগুলো প্রত্যাহার করে নিলে গ্রামবাসী ওই মিটার রিডারকে ছেড়ে দেয়। বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আব্দুল জলিল বাগাতিপাড়ার মাড়িয়া গ্রামের গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে আগস্ট মাসের বিদ্যুৎ বিল দেন। বিলে টাকার পরিমাণ দেখে অবাক হন গ্রাহকরা। প্রত্যেকের বিদ্যুৎ বিল আগের মাসের চেয়ে কয়েক গুণ বেশি। এ সময় গ্রাহকরা আব্দুল জলিলের কাছে বিল বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেন নি। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন বলেন, বাগাতিপাড়ার একটি গ্রামে গ্রাহকদের বিলিংয়ের কিছুটা সমস্যা হয়। পরে সংশোধন করে গ্রাহকদের হাতে আগস্ট মাসের বিদ্যুৎ বিল পৌঁছে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর