শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সাত দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। বুধবার রাতে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা চক বাজারে এ ঘটনা ঘটে। ইউএনও মাসউদ পারভেজ মজুমদার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মুক্তিযোদ্ধাকে মারধর প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানকে মারধরের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ ইসলামপুর উপজেলা কমান্ডের আয়োজনে গতকাল বটতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। গত ৩১ আগস্ট জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে আবদুল গফুরকে মারধর করে সন্ত্রাসীরা। —জামালপুর প্রতিনিধি

ফার্মে বিষ দিয়ে টার্কি নিধন

ঝিনাইদহে বিষ প্রয়োগ করে দেড় শতাধিক টার্কি মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রবিবার সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবেল বলেন, কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে নিজ বাড়িতে গড়ে তোলেন টার্কি, হাঁস ও মাছসহ ৫টি ফার্ম। এতে ঈর্ষান্বিত হয়ে দুর্বৃত্তরা গত ২ আগস্ট রাতে তার ফার্মে বিষ প্রয়োগ করে। —ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর