শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে পারাপার

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে পারাপার

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো —বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের সামনের খালে গত ৩ বছর ধরে রয়েছে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো। স্থানীয়ভাবে সরকারের উন্নয়ন দেখভাল করার দায়িত্ব উপজেলা পরিষদের হলেও ওই অফিসের সামনের খালের লোহার ব্রিজটি তিন বছর আগে ভেঙে পড়লেও তা এখনো পুনর্নির্মাণ করা হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা ঝুঁকিপূর্ণ সাঁকো পার না হয়ে এখন এক কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে আসেন।  খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন,  এখানে দ্রুত ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস জানান, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

সর্বশেষ খবর