শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মায়ের কোল পেল ঝোপে পাওয়া নবজাতক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লাকসাম উপজেলার ভাটিয়াভিটা গ্রামের ঝোপের ভিতর থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে দত্তক নিলেন মেহদী হাসান ও জহুরা আক্তার দম্পতি। মেহেদী হাসান ভাটিয়াভিটা গ্রামের মৃত জহিরুল হকের ছেলে। তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত। কুমিল্লা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে তারা এই শিশুটির দায়িত্বভার গ্রহণ করেন। নবজাতক শিশুটির নাম দেওয়া হয়েছে জান্নাতুল ফেরদৌস। শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় পাশে জহুরা আক্তার শিশুটির পরিচর্যা করছেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন নবজাতক শিশুটি ভাল আছে। তার পায়ে ক্ষত রয়েছে। তবে শিশুটি শংকামুক্ত। কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবে। উল্লেখ্য, বৃহস্পতিবার লাকসাম উপজেলার ভাটিয়াভিটা গ্রামের ঝোঁপের ভিতর নবজাতকের কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এরপরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর