Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৩
সাগরে ট্রলারডুবি ৯ জেলে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ২০ নটিক্যাল মাইল গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে নৌঘাঁটির তিনটি যুদ্ধজাহাজ ও বিমান বাহিনীর হেলিকপ্টার। গতকাল ভোরে ১২ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে নৌবাহিনীর উদ্ধার অভিযান শুরু হয়। বিকাল পর্যন্ত ৯ জেলেকে উদ্ধার করা হয়। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৩ জেলের সন্ধানে তল্লাশি চলছে।

up-arrow