মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর হয়েছে। গতকাল সকালে উপজেলার ছয়শ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। —টাঙ্গাইল প্রতিনিধি

চার ছাত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল দুপুরে মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রকে অপহরণের পর ছয় হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একই প্রতিষ্ঠানের চার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মেরিনের ছাত্ররা হলো রানা, রাজু, ফেরদৌস ও আবু বক্কর সিদ্দিক। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুই নেতাকে কুপিয়ে জখম

মাগুরায় ছাত্রলীগ নেতা দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রবিবার রাতে শহরের জামরুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা আলিমুজ্জামানকে আটক করেছে পুলিশ।

আহতরা হলো মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ভাই একই ইউনিয়নের যুগ্ম সম্পাদক তিতাস উদ্দিন।

—মাগুরা প্রতিনিধি

জরিমানা

বগুড়ায় পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৫টি অটো রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে দুপচাঁচিয়া ও কাহালু থানায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পরিবার পেল সেই শিশু

কুমিল্লার দেবিদ্বারে কুড়িয়ে পাওয়া সেই শিশু অভি অবশেষে পরিবার পেয়েছে। সোমবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সৈয়দা নার্গিস আক্তার ও তার স্বামী জামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বকুলতলায় ওই শিশুটিকে কুড়িয়ে পায় হাসপাতালের নার্স সৈয়দা নার্গিস আক্তার। —কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর