বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১৮ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেল খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শরতের শেষ বিকালে মাত্র ১৮ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিতে মহানগরীর রাস্তাঘাট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় দীর্ঘক্ষণ ধরে বজ পাত হতে থাকে। এতে দুর্ভোগের শিকার হন নগরবাসী। খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, গতকাল বিকালে মহানগরী ও আশপাশের এলাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ুর প্রভাবে বজ সহ বৃষ্টিপাত হয়েছে। সরেজমিনে দেখা যায়, খুলনা মহানগরীর পিটিআই মোড়, রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, টুটপাড়া, আহসান আহমেদ রোড, স্যার ইকবাল রোড, কেডিএ এভিনিউসহ বিশাল এলাকায় বৃষ্টির পরপরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ্জামান বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা, পানি নিষ্কাশনের খাল ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে সিটি করপোরেশনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর